রহমত নিউজ 21 April, 2025 12:12 PM
সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে নিবন্ধন পেয়েছে জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব।
রোববার (২০ এপ্রিল) সমাজসেবা অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ে উপ পরিচালক আবু সাহিদ মোঃ কাউছার রহমানের হাত থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান। “শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলর “ নামে এই নিবন্ধন পেয়েছে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন কলরবের প্রধান পরিচালক জনাব রশিদ আহমদ ফেরদৌস ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিন সমাজসেবা অধিদপ্তর থেকে এই নিবন্ধন দেওয়া হয়। যার নিবন্ধন নাম্বার ঢ- ০১০০৯০
নিবন্ধন প্রাপ্তির বিষয়ে কলরবের পরিচালক সাঈদ আহমাদ বলেন, কলরবের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমরা ভীষণভাবে আনন্দিত। দীর্ঘ ৯বছরের অব্যাহত প্রচেষ্টায় আমরা নিবন্ধন সনদ হাতে পেয়েছি।
এর মাধ্যমে কলরবের কাজের গতি আরও বেগবান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য; বাংলাদেশে ইসলামী সংগীত চর্চার পথিকৃৎ ব্যক্তি মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর হাত ধরে ২০০৪ সালে প্রতিষ্ঠা হয় কলরবের। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক কাজ করে যাচ্ছে সংগঠনটি।